google-vs-openai

গুগলকে টেক্কা দিতে সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই (Google vs OpenAI)!

গুগল সার্চের সঙ্গে প্রতিযোগিতায় নামতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ ইঞ্জিন ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে ওপেনএআই। রায়টার্স জানিয়েছে, এই নতুন উদ্যোগের মাধ্যমে ওপেনএআই গুগলের বিরুদ্ধে শক্ত প্রতিযোগিতায় নামবে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

আগামী সোমবারেই এই ফিচারটি উন্মোচন করতে পারে ওপেনএআই। ব্লুমবার্গ ও দ্য ইনফরমেশন থেকে জানা যায়, অ্যালফাবেটের মালিকানাধীন গুগল এবং নতুন এআই স্টার্টআপ পারপ্লেক্সিটির সঙ্গে প্রতিযোগিতায় নতুন একটি সার্চ ইঞ্জিন তৈরি করছে মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই।

গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে, যেখানে কোম্পানিটির এআইভিত্তিক বিভিন্ন পণ্য তুলে ধরা হবে। এই অনুষ্ঠানের আগেই ওপেনএআই তাদের নতুন সার্চ ইঞ্জিন উন্মোচন করতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

ব্লুমবার্গের মতে, ওপেনএআইয়ের সার্চ ইঞ্জিনটি চ্যাটজিপিটির একটি এক্সটেনশন হবে। এর মাধ্যমে চ্যাটজিপিটি ওয়েবসাইট থেকে সরাসরি তথ্য ও উদ্ধৃতি তুলে ধরতে পারবে। চ্যাটজিপিটি চ্যাটবট মানুষের মতো প্রশ্নের উত্তর দিতে পারে, যা একে অনলাইন তথ্য জানার একটি বিকল্প হিসেবে পরিচিত করেছে।

তবে চ্যাটজিপিটি নির্ভুলভাবে ওয়েবসাইট থেকে সাম্প্রতিক তথ্য তুলে ধরতে ব্যর্থ হয়েছে, যা এর একটি প্রধান সমস্যা। মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের সঙ্গে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করা হয়েছে। গুগলও তার সার্চ ইঞ্জিনে এআই জেনারেটিভ ফিচার যুক্ত করেছে।

ওপেনএআই-এর প্রাক্তন গবেষক পারপ্লেক্সিটি নামের একটি নতুন স্টার্টআপ শুরু করেছেন, যার মূলধন বর্তমানে ১০০ কোটি ডলার। এআইভিত্তিক সার্চ ইন্টারফেসের কারণে স্টার্টআপটি জনপ্রিয়তা পেয়েছে। এই সার্চ ইঞ্জিন ফলাফল হিসেবে উদ্ধৃতি, টেক্সট ও ছবি প্রদর্শন করে। গত জানুয়ারিতে কোম্পানিটি জানায়, তাদের ১ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

২০২২ সালের নভেম্বরে চালু হওয়ার পর চ্যাটজিপিটি ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাপ হিসেবে পরিণত হয়। সেই সময় প্ল্যাটফর্মটিতে ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিল। তবে গত বছর চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর সংখ্যা বাড়তে-কমতে দেখা গেছে। সিমিলারওয়েবের মতে, ২০২৩ সালের মে মাসে প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশি সক্রিয় ব্যবহারকারী ছিল। চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে চাপের মুখে রয়েছে কোম্পানিটি।

error: Content is protected !!
×

 

সম্মানিত গ্রাহক!

"পিসি সার্ভিসিং বিডি" তে জানাই স্বাগতম।  ঘরে বসে কম্পিউটার বিষয়ক সকল প্রকার সেবা পেতে আপনার সমস্যা আমাদের সাথে শেয়ার করুন।  আমাদের অভিজ্ঞ টিম আপনাকে সেবা দিতে সদা প্রস্তুত।  আমাদের রেস্পন্স করতে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগতে পারে (ক্ষেত্র বিশেষে)।  আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

×